Saturday, February 20, 2016

বিপ্লবী কে ?

বিপ্লবী কে ? বিপ্লবী হচ্ছে সে ---যে সমস্যা দেখে অন্যের কাছে ছুটে যায় না । নিজেই সমস্যার সমাধান করে এবং নেতৃত্ব দেয় ।
ভুল হবে বলে আমরা ভয় পাই না । নতুন পথে নতুন চিন্তা তাই ভুল হওয়াটা স্বাভাবিক । আমরা কাজ করতে গিয়ে ভুল করি এবং তা থেকে শিক্ষা নিই । কিন্তু ভুলের ভয়ে কখনোই কাজ কে ভয় করি না ।
যে স্বপ্ন দেখে না এবং অন্যকে স্বপ্ন দেখাতে পারে না সে বিপ্লবী হতে পারে না ।


বিপ্লবী জীবনের স্বপ্ন নিয়ে দেশে সমাজ তন্ত্র  প্রতিষ্ঠা স্বপ্ন তখন চোখে মুখে স্কুল জীবনে তাত্ত্বিক আলোচনা শ্রেণী সংগ্রাম , রাষ্ট্রের শ্রেণী চরিত্র , বিপ্লবী শক্তি আর তার সহযোগী শক্তি নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের ভাবনা । কি করে জনগণতান্ত্রিক বিপ্লব সমাধা করে সমাজতান্ত্রিক পথ ধরে আমরা কমিউনিজম প্রতিষ্ঠা করব । কিন্তু সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপে ঘটনাবলী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানব মুক্তির পথ মার্ক্সবাদ নয় । আর সেই পথ একাত্ম মানবতাবাদ যা ভারতের সভ্যতা সংস্কৃতি থেকে রসদ নেবে ।
ভারতের ইতিহাস , পরম্পরা হাজার হাজার বছরের এ দেশ পরিচালিত ধর্মের নির্দেশে ।

No comments:

Post a Comment