Wednesday, January 6, 2016

সুরেন্দ্র স্মৃতি মন্দির : সুরেন্দ্রনাথ ঝা

সুরেন্দ্র স্মৃতি মন্দির : সুরেন্দ্রনাথ ঝা:   সুরেন্দ্রনাথ ঝা জান নগর , রতুয়া , মালদহ তারা দেবী জান নগর রতুয়া মালদহ তোমাদের স্বপ্ন পুরন হোক । এটাই আমার কামনা ।



ভোজ গোবিন্দ ঝা মৈথিল জোতদার আর তার সাথে নুরপুরে খাঁ জমিদার দের নায়েব । প্রচণ্ড প্রতিভা শালী ব্যক্তি ছিলেন । কিন্তু চৌধুরী রা চক্রান্ত করে তার বিরুদ্ধে মামলা করে তার জমি ক্রোক নেয় তার প্রায় ৮০ টার গোরু জোর করে নিয়ে যায় । এর ফলে রাজা পঞ্চম জজ এর সংস্কৃত তে বন্দনা করে । তার হাত থেকে সোনার মেডেল পেয়েছিলেন । তার সাথে রুকুন্দিপুরের জমিদার জামাই এর সাথে বনিবনা না হবার ফলে প্রথমে বাহারাল তারপর জান নগরে স্থায়ী ভাবে জমি কিনে এখানে বসবাস শুরু করেন । ইতিমধ্যে এই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে ভোজ গোবিন্দ ঝা । তার দুই পুত্র সুরেন্দ্রনাথ ও দয়া নাথ আর তিন মেয়ে কৌশল্যা ,অহল্যা , সরলা কে তার সংসার । বড় ছেলে কাধে নিলেন এই পরিবারের দায়িত্ব । আর দয়া নাথ বিহার পুলিশের চাকরি পুরনিয়া চলে গেলেন । সুরেন্দনাথ পরিবারের দায়িত্ব তুলে নিলেন । ইতি মধ্যে সুরেন্দ্রনাথ দায়ুয়া তে তার মামা বাড়ি  থেকে পেলেন প্রচুর অর্থ অলঙ্কার , জমি তার  কোন সন্তান না থাকার কারনে এই বিপুল সম্পত্তি মালিক হলেন । ভালুয়ারা মৌজা ও দাউয়া মৌজার অনেক জমির মালিক হলেন । সেই পরিবারের সন্তান আমি জড়িয়ে পড়লাম কমিউনিস্ট আন্দোলনে । সেই ইতিহাস শুরু হবে এবার কমিউনিস্ট আন্দোলনের মালদহের জোত দার পরিবারের সন্তানের শ্রেণী চরিত্র ত্যাগের কাহিনী ।